অবতক খবর :: নরেশ ভকত :: বাঁকুড়া ::     বাঁকুড়া জেলায় যে সমস্ত যায়গায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এমন ৪০ টি জায়গা চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে । এর মধ্যে সোনামুখী থানার অন্তর্গত তিনটি কনটেইনমেন্ট জোন রয়েছে । ধুলাই তেতুল বাগান , রাধামোহন পুর পঞ্চায়েতের বেলোয়া ও পূর্ব পাথরহাটি ।

এই তিনটি কনটেন্টমেন্ট জোনে কড়া লকডাউন শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে । কড়া নজরদারি রয়েছে সোনামুখী পুলিশ প্রশাসনের । এলাকার মানুষদের সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে । এছাড়াও এই তিন এলাকায় প্রশাসনিক আধিকারিকরা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন যাতে করে অযথা কেউ কোথাও জামায়াত না করে । অযথা বাড়ির বাইরে বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে । এছাড়াও কনটেন্টমেন্ট জোনে বাইরে থেকে ঢোকারও অনুমতি নেই । সোনামুখি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন কনটেন্টমেন্ট জোনে স্যানিটাইজেশান এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে সোনামুখীর পুলিশ প্রশাসন । স্বাভাবিকভাবেই খুশি সাধারন মানুষ । অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত দোকান ছাড়া বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ।

বেলুয়া কনটেন্টমেন্ট জোনের অন্তর্গত এক মুদি দোকানের মালিক বলেন , আমাদের এখানে পুলিশের কড়া নজরদারি রয়েছে বাড়ির বাইরে সেই অর্থে কেউ বের হচ্ছে না ।