অবতক খবর,১১ জুলাই: আজ কাঁচরাপাড়া হার্ণেট হাই স্কুলের ৮৩-৮৫ ব্যাচের প্রাক্তনীরা সমবেত উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব পালন করলেন। প্রাক্তনীদের পক্ষে জানানো হয় যে,তারা ৮৩-৮৫ ব্যাচ সম্মিলিতভাবে প্রতি বছরই স্কুলের ছাত্রদের স্বার্থে,তাদের দায়বদ্ধতার প্রমাণ রাখবে। তারা এমন রূপরেখা রচনা করেছেন যাতে দুঃস্থ শিক্ষার্থীরা যথাযথ পাঠ্যসামগ্রী পায়,খাদ্যসামগ্রী পায় সেদিকে তারা নজর দেবেন। পরবর্তীতে তারা স্কুলের গন্ডি ছাড়িয়ে তাদের এই কর্মধারা বৃহত্তর পরিসরে নিয়ে যেতে চান।
তারা বলেন,এই বছর তাদের প্রস্তুতিপর্বের সূচনা যাতে শুভ হয় সেইজন্য তারা বৃক্ষরোপণ দিয়ে তাদের কর্মসূচির প্রারম্ভিক কার্য শুরু করলেন। তারা মনে করেন,অতিমারী করোনার জন্য পরিবেশ দূষণ দায়ী। তারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় আমফানে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা উৎপাটিত হয়েছে। সেইজন্য তারা সূচনাটি করেছেন বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে।
আজকের অনুষ্ঠানে বৃক্ষরোপণ করেন হার্ণেট হাই স্কুলের প্রধান শিক্ষক গৌতম বাচস্পতি ও অন্যান্য শিক্ষকরা এবং প্রাক্তনীরা নিজে। তারা বিশেষ করে ফল গাছের দিকে নজর দিয়েছেন। যাতে গাছগুলি বড় হশল শিক্ষার্থীরা নিজেরাই সেখান থেকে ফল সংগ্রহ করে খেতে পারে।