অবতক খবর :: নদীয়া ::     করোনা ভাইরাসে আক্রমণে সারা বিশ্ব আজ টালমাটাল। বিশ্ব জুড়ে কত মানুষ যে কর্মহীন তার অন্ত নেই। ভালো নেই গ্রামের সাধারণ মানুষ । ফুল চাষীদের অবস্থাও বতর্মানে দুর্বিষহ ।

লক ডাউনের ধাক্কা পড়েছে নদীয়া জেলার রানাঘাট ১নং ব্লকের খিসমা গ্রামপঞ্চায়েতের ব্যাসপুরের ফুল চাষীদের উপরে। বিঘের উপর বিঘে জমিতে চাষ করেছিলেন রজনীগন্ধা ফুলের কিন্তু বতর্মানে তাদের মাথায় হাত। লক ডাউন উঠে গেলেও চালু হয়নি লোকাল ট্রেন । ফল স্বরূপ ফুল উঠলেও তা যাচ্ছে না বাইরে । এই অবস্থায় অসহায় বোধ করছেন এই ফুল চাষের সঙ্গে যুক্ত জমির চাষিরা।

সোমবার এলাকার একজন চাষী আক্ষেপ করে বলেন সরকার তাদের দিকে নজর দিলে বিশেষভাবে তারা উপকৃত হতেন । ফুলের চাষ করতে গিয়ে তারা এতটাই ক্ষতিগ্রস্থ যে বর্তমানে অনেকেই ফুল চাষ ভেঙে দিচ্ছেন ।