অবতক খবর :: নদীয়া :: পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল ৭০০ মধ্যে ৬৯৪ নাম্বার পেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। বাঁকুড়ার সায়ন্তন গড়াই এবং পূর্ব বর্ধমানের অভিক দাস ৬৯৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। সৌম্য পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি তিনজনই তৃতীয় হয়েছেন। বীরভূমের অগ্নিভ সাহা চতুর্থ হয়েছেন।
বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এর মতন কয়েকটি জেলা ছাড়া প্রায় বেশিরভাগ জেলাই এবার প্রথম দশের তালিকায় আশানুরূপ স্থান অধিকার হয়নি। জেলায় মোট এনরোলমেন্ট ছাত্র ২৬২২৮ জন এবং ৩০১৩৫, ছাত্রী হলেও পরীক্ষা দিয়েছে ছাত্র ২৬১৩০, জন এবং ২৯৯০১ ছাত্রী পরীক্ষার্থী। প্রায় চার হাজারের কাছাকাছি জেলাজুড়ে ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা বেশি। পাশের হার ছাত্র দের ক্ষেত্রে 90 .74 শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে 85. 89 শতাংশ।
জেলা স্তরে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় থেকে ৬৭৩ নাম্বার পেয়ে পত্রক ব্যানার্জি রাজ্যের মধ্যে ২১ তম স্থান অধিকারী।