অবতক খবর :: নদীয়া ::    আজ শান্তিপুর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হরিপুর রায় পাড়ায় কন্টেনমেন্ট জোনে থাকা পরিবার গুলিকে হরিপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক মহাশয় এর সহযোগিতায় ও হিউম্যানিটি উই কেয়ার দেম এর সহযোগিতায় পরিবারপিছু ৫০০ গ্রাম সরিষার তেল, ৯ টি ডিম, ২.৫০ কেজি আলু ২.৫০ গ্রাম ডাল, ১প্যাকেট সয়াবিন,১ প্যাকেট সুজি, ২.৫০ গ্রাম চিনি, ১প্যাকেট বিস্কুট, লবণ, হলুদ, ১প্যাকেট মুড়ি, ১টি সাবান, লাল শাক দেওয়া হলো।

অন্যদিকে শান্তিপুর দিশারীর পক্ষ থেকেও গৃহবন্দী মানুষদের কিছু খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়। আনুমানিক হরিপুর অঞ্চল এর রায়পাড়া ওই কনটেইনমেন্ট জোনে প্রায় ১৫ টি পরিবারের ৫০ জনের কাছাকাছি মানুষকে দুই সপ্তাহর খাদ্য সামগ্রী দেওয়ার ফলে খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই পরিবারগুলি।