অবতক খবর :: নদীয়া ::     শন্তিপুরের সুপ্রসিদ্ধ হস্তচালিত তাঁতশিল্প মৃতপ্রায় অবস্থায় রয়েছে দীর্ঘদিন ৷ পাওয়ারলুম এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের দাপটে শান্তিপুরের হাতের তাঁতের অবস্থা খুবই খারাপ ৷ এরমধ্যেই করোনা আবহে দীর্ঘ লকডাউনে পরিস্থিতি আরো ভয়ানক গায়গায় পৌঁছেছে ৷ কিছু তাঁত শিল্পী আধুনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়লেও অনেক হস্তচালিত তাঁত শিল্পী বিশেষত মহিলা এবং প্রবীন ব্যক্তিদের অনাহারে অর্দ্ধাহারে দিন কাটানোর উপক্রম হয়েছে ৷ এ অবস্থায় তাঁদের পাশে দাঁড়িয়েছে শান্তিপুরের অন্যতম সামিজিক সংস্থা শান্তিপুর মরমী ৷ ইতিমধ্যেই একটি সংস্থার সহযোগিতায় তাঁরা প্রকৃত দুঃস্থ বেশ কিছু হস্ততাঁত শিল্পীদের খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন ৷

অতীতে তাঁতীদের দূরাবস্থার কারনে এবং মহাজনী  শোষনের প্রতিবাদে শান্তিপুরের তাঁতীরা আন্দোলনে সামিল হয়েছিলেন ৷ ১৭৮৬ খ্রীষ্টাব্দে ৯জন তাঁতীর একটি দল ব্রিটিশ শাষিত ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর অত্যাচারের বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ কোম্পানী ৯জন শ্রমিককে গ্রেপ্তার করে ছিলো ৷ এর প্রতিবাদে শান্তিপুরের ৬০০তাঁতী শান্তিপুর থেকে পদযাত্রা করে কোলকাতায় গিয়ে সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন ৷ চাপের মুখে নতি স্বীকার করেছিলো ইষ্ট ইন্ডিয়া কোম্পানী ৷

সেই ঘটনা স্মরণে রেখে শান্তিপুর মরমী আজ ১৬ই জুলাই ৯জন দুঃস্থ হস্ততাঁত শিল্পীদের সম্মান জ্ঞাপন করলো ৷ একই সঙ্গে বরিষ্ট নাগরিক সহায়তা প্রকল্পে হস্ততাঁত শিল্পী আজিজুল সেখ, জ্যোৎস্না সেন এবং মদন প্রামানিককে মাসে ৫০০টাকা করে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছে ৷ অন্যদিকে নবম শ্রেনীর ছাত্রী এবং এথেলেটিক রিকিকা কর-কে তাঁর কোচের পরামর্শ অনুযায়ী খাবার এবং পঞ্চম শ্রেনীর ছাত্রী, যোগকুশলী অভীপ্তা চক্রবর্তীকে তাঁর বিকাশের জন্য ৫০০টাকা মাসে অনুদান দেওয়া হবে বলে জানানো হয় ৷

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া বেশ কয়েকজন তাঁতীর উৎপাদিত কাপড় কিনে নিয়ে তাঁতীকে মজুরী এবং তাঁতীর মহাজনকে কাপড়ের দাম দিয়ে তাঁতী পরিবারগুলিকে সহযোগিতা করা হচ্ছে বলে ঐ সংস্থার তরফে জাননো হয়েছে ৷ এ প্রসঙ্গে শান্তিপুর মরমীর সম্পাদক তপন মজুমদার জানান যে, তাঁদর এই কর্মকান্ডের প্রধান উদ্যোক্তা প্রখ্যাত শিল্পী তুহিনা মুখার্জী ৷ একজন আর্ট পেন্টিং এর শিল্পী হয়ে আরেক শিল্পীদের ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে তিনি তাঁর বন্ধুদের সাথে নিয়ে এগিয়ে এসেছেন ৷ তুহিনাদেবীর বন্ধু সোমা চ্যাটার্জী, অধ্যাপিকা কাজরী মজুমদার, অর্পিতা সরকার, শুভ্র ধর সহ বেশ কয়েকজন গুনি মানুষ তাঁদের ভীষনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷