অবতক খবর :: মালদহ ::    মাধ্যমিকে এবার রাজ্যে সম্ভাব্য যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করে মালদার কালিয়াচকের নাজনিন আজাদ ও তাহেনুজ্জামান। নাজনিন আজাদ টার্গেট পয়েন্ট (আর) মিশনের ছাত্রী। আবার মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসা ছাত্রী রহিমা পারভিন রাজ্যে সম্ভাব্য দশম স্থান অধিকার করে। তারা সকলে কালিয়াচকের বাসিন্দা।

কালিয়াচকের পাশাপাশি গোটা জেলায় গৌরব বৃদ্ধি করেছে তারা। সোমবার তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মালদা। আনলকের মধ্যে সামাজিক দূরত্ব মেনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কালিয়াচকের তিন কৃতীকে কালিয়াচক টাউন লাইব্রেরী অঙ্গনে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে কোরান শরিফ, মানপত্র, উত্তরীয় ও পুষ্পস্তবক সহ স্মারক উপহার তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন জিবিএস হাইমাদ্রাসার প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত বিশিষগ শিক্ষক শাকিলুর রহমান, এজাজুল হক, আহসান আলি, সহ অনেকে।