অবতক খবর,২১ জুলাই: হালিশহর ২ নং ওয়ার্ড বাগমোড় বাজার সংলগ্ন গোলাবাটি স্ট্রিটের একটি রাস্তার বেহাল দশা। মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা। ড্রেনের জল উপচে রাস্তায় উঠে আসে। এমনকি সেই নোংরা জল ঢুকে যাচ্ছে ওই রাস্তা সংলগ্ন দুটি বাড়িতে। অন্যান্য সময়ে সেই রাস্তা দিয়ে হাটা চলা করা যায় না কাঁদা, নোংরার জন্য। রাস্তার এই বেহাল দশা দীর্ঘদিন ধরে চলে আসছে।

বছরখানেক আগে বারংবার অভিযোগ করার পর সাময়িকভাবে সমস্যার সমাধান হয়। কিন্তু তারপর কিছুদিন যেতে না যেতেই সেই একই ছবি দেখা যায়। বছরের পর বছর এই ভাবেই কেটে যাচ্ছে স্থানীয় মানুষদের। নোংরা জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। একে তো করোনা পরিস্থিতি ভয়ংকর,তার উপরে এই বর্ষায় ডেঙ্গুর ভয় গ্ৰাস করেছে স্থানীয় অধিবাসীদের।

সেখানকার অধিবাসীরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যায় তারা ভুগছেন। পৌরসভায় অভিযোগ করেও কোনো ফল মেলেনি। তারা জানিয়েছেন যে, ওয়ার্ডের কাউন্সিলরও এই সমস্যায় কখনও গুরুত্ব দেননি।
তাই তারা সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়েছেন। যাতে এই সমস্যার সমাধান হয়। কারণ দিনের পর দিন ছোট ছোট শিশু ও বয়স্ক-বয়স্কাদের নিয়ে এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে তাদের।