অবতক খবর সংবাদদাতা :: প্রতি দিনই বাংলা তার নিজস্ব রেকর্ড ভেঙে চলেছে। ভারী গতিতে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। আজ ফের পশ্চিম বাংলা তার পুরোনো রেকর্ড ভেঙে ফেললো।করোনা সংক্রমণ নিয়ে এ রাজ্যে ৩৯ জন মারা গেলেন গত ২৪ ঘণ্টায়। এটাই বাংলার একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু । এছাড়া গত ২৪ ঘণ্টায় পশ্চিম বাংলায় সংক্রামিতও হয়েছেন রেকর্ড সংখ্যক ২২৯১ জন মানুষ।তবে এবারও কলকাতাতেই সংক্রমণ সংখ্যাটা সবচে বেশি। শুধু মাত্র কোলকাতা তে একদিনে সংক্রামিত হয়েছে প্রায় ৭০০মানুষ ।
এবার রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৯ হাজার ৩২১। এছাড়া রাজ্যে মোট করোনায় মৃত্যু সংখ্যা ১২২১ জন হয়ে দাঁড়াল । তবে সুস্থদেড় সংখ্যাও খুব একটা কম নয়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬১৫ জন। রাজ্যে মোট সুস্থ হলেন ২৯ হাজার ৬৫০ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভরুগীদের সংখ্যা রইল ১৮ হাজার ৪৫০ জন।
শেষ পাওয়া খবর অনুযায়ী কলকাতাতে সংক্রমিত হয়েছেন 692 জন উত্তর 24 পরগনায় 624 জন হাওড়াতে 225 সাউথ 24 পরগনা তে 191 হুগলিতে 139 মালদায় 30 দার্জিলিং 35 পূর্ব মেদিনীপুর 84 জন জলপাইগুড়ি 23 পশ্চিম মেদিনীপুর 26, পুরুলিয়া 22, নদীয়া 35 মুর্শিদাবাদ 21 এবং উত্তর দিনাজপুর 36 জন আক্রান্ত হয়েছেন। ঝারগ্রাম ছাড়া সমস্ত কটি জেলা থেকেই আজ করোনা সংক্রামণের সংখ্যা পাওয়া গেছে।
করোনা রোগীদের সংখ্যা যেভাবে বাড়ছে তা দেখে রাজ্য সরকার ইতিমধ্যে সপ্তাহে দুদিন করে লকডাউন ঘোষণা করেছে। তবে স্থানীয়ভাবে লোকাল প্রশাসন তাদের এলাকার অবস্থা বুঝে তারা কোথাও কোথাও সাতদিনের টানা লকডাউন ঘোষণা করেছেন।