অবতক খবর :: শিলিগুড়ি ::     হাইপারটেনশন এবং ডায়াবেটিসে আক্রান্ত রঙ্গলির এক ৬৮ বছর বয়সী কোভিড রোগী নিউ এসটিএনএম হাসপাতালে ভোর আড়াইটায় সময় ভাইরাসে জন্য মারা যান। কোভিড প্রোটোকল অনুসারে শরীরের নিষ্পত্তি করা হবে।

আরও এক সন্দেহভাজন কোভিড রোগীর এসটিএনএম-তে মারা গেছেন। কোভিড প্রোটোকল দ্বারা দেহের নিষ্পত্তি হবে।