অবতক খবর :: নদীয়া :: প্রতিবছরই এই সময় গঙ্গার জল বেড়ে চাষের জমি প্লাবিত হয়, কিন্তু বিঘে বিঘ চাষের জমি গ্রাস করে ভিটেমাটি ছাড়া করতে উদ্যত হয়েছে গঙ্গা ভাঙ্গন। করনা আতঙ্কে আত্মীয় হয়েছে পর, সামনে ভোটও নেই তাই দেখা নেই কোনো নেতার। তাই গতকাল উঠোনে জল উঠে যাওয়ার পর সরকারি সহযোগিতার জন্য একটা রাত আশায় ছিলেন চরসাগরের শতাধিক পরিবার। অবশেষে আশা ছেড়ে আজ সকালে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, ক্লাব বা কোনো সরকারি জায়গার খোঁজে।
পরিবার প্রধানরা ব্যবসায়িক তাঁত, কাপড়, সাইকেল টিভি গুরুত্বপূর্ণ মূল্যবান কাগজপত্র সরাতে ব্যস্ত, গৃহিণীরা গৃহস্থালির টুকিটাকি স্থানান্তর করনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপ্রান সেদিকে ভ্রূক্ষেপ না দিয়েই পরিবারের ক্ষুদে সদস্যরা তাদের খেলনা গাড়ি পুতুল গোছাতে ব্যস্ত।
পরিবারের সবচেয়ে পুরনো সদস্য বাপ ঠাকুরদাদার ভিটে মাটির দিকে তাকিয়ে চোখ মুছতে মুছতে সিংহাসনের ঠাকুর কোলে নিয়ে রওনা হলেন নাতানাতনি হাত ধরে , অধিকারের দাবি নিয়েই পৌঁছাবেন নিকট আত্মীয়ের বাড়ি! সেখান থেকে প্রত্যাখ্যিত হলে? কোলে করে সাথেনিয়ে বেরোনো ঠাকুরই বাৎলে দেবেন পথ।