রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: বিয়ের পর সাধারনত নব দম্পতি আশীর্বাদ নিতে মন্দিরে যান। এটাই হিন্দু সমাজের প্রচলিত রীতি। কিন্তু করোনা আবহে তা না করে সরাসরি নববধূকে নিয়ে বরের গাড়ি পৌঁছে গেল থানায়। আপাত বিষ্ময়কর এই ঘটনাটি ঘটে আজ সকালে বাগনান থানায়।
আকস্মিক এই ঘটনায় থানায় উপস্থিত পুলিশকর্মীরাও অবাক হয়ে যান। কোনো বিপদ আপদ নয় -করোনা রুখতে টানা লড়াই করা পুলিশ কর্মীদের দেবতা জ্ঞান করে থানাকেই মন্দির করে তুললো বাগনানের হিজলকের অনীশ মাজি। পেশায় ইঞ্জিনিয়ার অনীশ তার নববধূকে নিয়ে সোমবার আশীর্বাদ নিল পুলিশের।আর প্রণামী হিসাবে তুলে দিল স্যানিটাইজার ,মিষ্টি ও মাস্ক।
স্বামীর এহেন ভূমিকায় বেজায় আপ্লুত সঞ্জীতা। তিনি জানান তার স্বামীর চিন্তাভাবনা সমাজের অন্যদের চেয়ে আলাদা। তার এই কাজে সে পূর্ণ সমর্থন করেন। আগামীদিনেও সে তার স্বামীর পাশে থাকবে। এই ঘটনায় খুশি পুলিশকর্মী থেকে শুরু করে থানায় আগত সকলেই ।