অবতক খবর :: মালদহ :: রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে টোটো সহ ৯৬ টি নামী দামী কোম্পানি চোরাই মোবাইল ও একজনকে আটক করেছে পুলিশ। আটক মোবাইল গুলি আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
কালিয়াচক থেকে নলদোহরি মিলিক সুলতানপুরের দিকে যাচ্ছিল। বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ে। যদিও আরো একজন টোটো ফেলে চম্পট দেয় পুলিশ খুঁজছে তাকে। ধৃত মোমিন শেখ(২০) মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দা। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পাঠানো হয়।
কালিয়াচক থানা ও গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্র এই ঘটনার তদন্ত শুরু করেছে । আর কে কে জড়িত আছে সে বিষয়ে খতিয়ে দেখছে। দুটি টোটো আটক করেছে পুলিশ। ওই টোটোতে খুব গোপনে লুকানো ছিল চোরাই মোবাইল গুলি।
গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি রাম সাহা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে নামীদামি চোরাই মোবাইল সহ একজনকে গ্রেফতার করেছে। দুটি টোটো আটক করা হয়েছে। সম্ভবত বাংলাদেশে পাচার করত। তার আগেই পুলিশ ধরে ফেলল।