অবতক খবর :: মুর্শিদাবাদ :: রাজ্য সরকারের কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে। তার মধ্যেও মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের জয়পুর গ্রাম পঞ্চায়েতের তেল সন্ধি গ্রামে শিলা কোনাই নামের এক নাবালিকার বিয়ে হচ্ছিল পাশের এক যুবকের সঙ্গে।
খবর পেয়ে সেখানে উপস্থিত হন জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশা কর্মী অঙ্গনারী এবং সুপারভাইজার। সকলে মিলে নাবালিকার বিবাহ বন্ধ করেন।
তারা নাবালিকার বাবা-মার সঙ্গে কথা বলে সব রকম সাহায্যের আশ্বাস দেন এবং মুচলেকা নেওয়া হয় যে আঠারো বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। নিতান্তই দরিদ্র পরিবার তা হলেও সরকারি নিয়মে ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাদের বোঝানো হয়।