অবতক খবর , সংবাদদাতা ::  বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজের ঘটনা। লকডাউনে কড়া অবস্থান রাজ্যের। ইতিমধ্যে সপ্তাহে দুদিন করা লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সামনে আগস্ট মাসে বিক্ষিপ্ত ভাবে লকডাউন ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী। যেভাবে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা আটকাতে কড়া বসিরহাট পুলিশ জেলা। কোনোমতে লকডাউন অমান্য করা যাবে না

।বসিরহাট ট্রাফিক গার্ডের ওসি বিপ্লব দে পুলিশকে সঙ্গে নিয়ে টহলে নেমেছেন। লকডাউন অমান্য করতে দেখলেই কড়া শাস্তি। কখনো আবহে মাস্ক পরে না বেরোলে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার কখনো কান ধরে উঠবোসের ঘটনাও দেখা গেছে। লকডাউন অমান্যকারীকে কান ধরে রাস্তায় ঘোরানো ও মোরগ নাচের মধ্য দিয়ে এই শাস্তি দেখে হতবাক শহরবাসী। অমান্যকারীরা কথা দিয়ে গেলেন লকডাউন চলাকালীন আর রাস্তায় বের হবেন না। পুলিশ যে লকডাউন সফল করতে যে পদক্ষেপ নিয়েছে তাকে কুর্নিশ জানান সকলেই।