অবতক খবর :: নাদিয়া :: গতকাল সন্ধ্যে সাতটা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত জেলায় নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। জেলার করনা আক্রান্তদের মোট সংখ্যা দাঁড়ালো ৭১৯ জন।
যার মধ্যে সবচেয়ে বেশি চাকদহতে ব্লক শহর মিলিয়ে মোট ১৪১ জন, তারপরে স্থান রানাঘাটের সেখানেও ৯৫ জন আক্রান্ত এখনো পর্যন্ত কল্যাণীতে ৬৫, হরিণঘাটা ৫১ , শান্তিপুর ৪৫, কৃষ্ণনগর ৪০, গয়েশপুর ৩০, কালিগঞ্জ ২৭, করিমপুর ২২ , কৃষ্ণগঞ্জ ২২, নাকাশিপাড়া ২০, হাঁসখালি ১৯, নবদ্বীপ ১৭, বীরনগর ০৭, এবং সবচেয়ে কম আক্রান্ত তাহেরপুরে মাত্র ০৩ জন।