অবতক খবর,২ আগস্ট: হালিশহরের পৌর প্রশাসক হবার পর রাজু সাহানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। তিনি জনস্বার্থে বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করলেন এবং তাদের কাছে জানতে চাইলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সকলেই রেশন পাচ্ছেন কিনা? এই ব্যাপারে তিনি তদারকি করলেন এবং তিনি রেশনের দোকানদারদের পরিষ্কার জানিয়ে দিলেন যে, এ ব্যাপারে তারা যেন কোন রকম গাফিলতি না করেন।
সমস্ত রেশন গ্রাহক যেন রেশন পায়। এ বিষয়ে যেন কোন অভিযোগ তাঁর কাছে না আসে। তাহলে তিনি রেশনে দোকানের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
তাঁর এই ভূমিকায় অঞ্চলের মানুষেরা, রেশন গ্রাহকেরা অত্যন্ত সন্তুষ্ট হন।
তিনি বলেন যে, সরকার এখনও রেশন বন্ধের কথা ঘোষণা করেননি। সুতরাং সরকার ঘোষণা করে দিয়েছে আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশনের কথা। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছেন সেটা অবশ্যই পালন করতে হবে।