অবতক খবর , নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর : তিন দেশের আলোকচিত্রীদের নিয়ে আন্তর্জাতিক ভাবনায় অনুষ্ঠিত হলো মোবাইল ফটোগ্রাফি ইভেন্ট। ইসলামপুরের সৃজন সাহিত্য আসর আয়োজিত ওই কর্মসূচি চলল এক মাস ধরে। অন্তর্জালে মোবাইল ফটোগ্রাফিতে অংশ নিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ এবং বাহারিন এর মোবাইল আলোকচিত্রীরা।
সংস্থার সম্পাদক সুশান্ত নন্দী জানান, সেরার শিরোপা হিসেবে গোল্ড কুইল অ্যাওয়ার্ড পান ইসলামপুরের বাপন দাস, সিলভার কুইল এওয়ার্ড এর বিজেতা বালুরঘাটের অভিজিৎ সরকার এবং ব্রোঞ্জ কুইল এওয়ার্ড পান মেদিনীপুরের তন্ময় মন্ডল। এছাড়াও দর্শকের দরবারে বিভাগে ইসলামপুরের স্কুল পড়ুয়া অঙ্কিতা দাস এই ইভেন্টে দর্শকদের বিচারে পান ভিউয়ার্স চয়েস এওয়ার্ড। মোট বিরাশি জন আলোকচিত্রী অংশগ্রহণ করেন।
পয়লা জুলাই বিশিষ্ট আলোকচিত্রী সম্পদ পাল এই কর্মসূচির উদ্বোধন করেন।পয়লা আগস্ট এই পর্বের ফলাফল ঘোষণা করা হয়। সৃজন আলোকবর্তিকা বিভাগে অংশ নেন নদীয়া জেলার বিশিষ্ট আলোকচিত্রী সনাতন সেন ।ইসলামপুরের বিশিষ্ট দুই তরুণ আলোকচিত্রী রাজু দাস ও সুদীপ্ত ভৌমিক এর সহায়তায় বাছাইপর্বে সেরা দশ আলোকচিত্রীর মধ্যে উল্লিখিত অ্যাওয়ার্ডভুক্তরা ছাড়াও ছিলেন রীনা দাস, জয়দীপ মাহাতো,অয়নাংশু দাস,স্বপ্নময় গোপ,সৌরভ সাহা ও সর্বানী দাস। যারা মোবাইল এর মাধ্যমে মনের মতন ছবিগুলোকে দৃশ্য বন্দী করে রাখেন তাদেরকে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কর্মকর্তারা।