অবতক খবর, মোথাবাড়ি : সংবাদপত্রে দেখে মালদার দু:‌স্থ ও মেধাবী ছাত্রী রোকিয়া খাতুনের পাশে দাঁড়াল দুটি হোয়াটসআপ গ্রুপের সদস্যরা । মালদায় ও এই গ্রুপের সদস্য রয়েছে। মঙ্গলবার চারজনের দল রোকিয়ার বাড়িতে আসেন। রোকিয়া এবার উচ্চ মাধ্যমিকে ৯৮.‌৬ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছে। বাড়িতে গিয়ে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এবং উত্তোরিয় , মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। রোকিয়া হতদরিদ্র পরিবারের মেয়ে। বাবা রাজিত সেখ পুরোনো জামাকাপড় সেলাই করেন ও মা-বিড়ি শ্রমিকের কাজ করেন।

মালদার ইংলিশবাজার ব্লকের কোতুয়ালির আরাপুরে বাড়ি। এক কামরার টালির বাড়িই তাঁদের মাথা গোঁজার জায়গা। সে আরাপুর জোত টিপাজানি আহ্লাদিনী ঘোষ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত মোট নম্বর ৪৯৩। সে শিক্ষিকা হতে চাই। জানা গেছে, নিজস্ব উদ্যোগে সরকারের একাংশ আধিকারিক, কর্মী প্রমুখদের নিয়ে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রীন ডক্টরস ফোরাম ও অ্যাগ্রোক্রেটস লিঙ্কেজ গ্রুপ তৈরি করেছেন।

মুলত যোগাযোগ , সেবামূলক ও মহৎ উদ্দেশ্যে কাজ করছে এই গ্রুপ । সংবাদ মাধ্যমে রোকিয়ার খবর দেখে তাঁরা উৎসাহিত হন। বিভিন্ন জেলায় অভাবী মেধাবীদের আর্থিক সাহায্য করে উৎসাহিত করার চেষ্টা করেন তাঁরা । সংবর্ধনা জানিয়ে এদিন গ্রুপের সেফাউর রহমান বলেন,‘আমরা ‌রোকিয়াকে ২০ হাজার টাকা, মানপত্র , মিষ্টান্ন পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানালাম ।