অবতক খবর,৬ আগস্ট: ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর দিনে বিজেপি হালিশহর মন্ডলের পক্ষ থেকে হালিশহরের বিভিন্ন জায়গায় চলল মহাযজ্ঞ,পূজার্চনা প্রদীপ প্রজ্জ্বলন এবং গেরুয়া ঝান্ডা উত্তোলন। এই সমস্ত কিছু বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে নিজেই পরিচালনা করলেন হালিশহর মন্ডল সভাপতি বিশ্বনাথ ধর।
এ প্রসঙ্গে তিনি বলেন,”আজ নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে ৫৫০ বছর অতিক্রান্ত হওয়ার পর, ভারতবর্ষের প্রাণপুরুষ তথা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের রাম মন্দির নির্মাণের উদ্বোধন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদিজি। আজকের দিনটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তাই আজ আমরা এই ঐতিহাসিক দিনে ভারতীয় জনতা পার্টি হালিশহর মন্ডলের পক্ষ থেকে হালিশহরের বিভিন্ন জায়গায় সকলের প্রচেষ্টায় শান্তির মহাযজ্ঞ, প্রদীপ প্রজ্জ্বলন, গেরুয়া পতাকা উত্তোলন এবং মিষ্টি বিতরণ করেছি।এছাড়াও লকডাউনের কথা মাথায় রেখে সামান্য ব্রাহ্মণ সেবা ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল।”