অবতক খবর , শিলিগুড়ি :     শিলিগুড়ির খাদ্য দপ্তরে রেশন কার্ড নিয়ে উত্তেজনা। স্থানীয় কোয়ার্ডিনেটারের উদ্যেগে সমস্যা মিটল।শিলিগুড়ির বাগরাকোর্টে রেশন অফিসে কার্ডে রেশন কেন কার্ডে জিনিস পাওয়া যাচ্ছে না এই নিয়ে কথা জিঞ্জাসা করতে আসে দুজন ব্যক্তি।পরে অফিস থেকে বলা হয় আপাতত যা বলা হয়েছে কার্ডে সেটাই পাওয়া যাবে। ওই দুই ব্যক্তি মানতে চান নি। তা নিয়ে দু পক্ষের মধ্যে লেগে যায় তুমুল ঝামেলা।

কেন কার্ডে ঠিকমত রেশন পাওয়া যাচ্ছে না এই নিয়ে ওই অফিসে চড়াও হন আরো দুজন ব্যক্তি।অন্যদিকে অফিসের কর্মচারীরাও বেকে বসেন।এই নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে জগরা এবং পরে তা হাতাহাতিতে পৌছায়।পরিস্থিতি সামলাতে আসরে নামেন সেখানকার স্থানীয় কাউন্সিলার।