অবতক খবর , মোথাবাড়ি, ৮ অগাস্ট : ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি চালিয়ে লকডাউন সফল করতে সক্রিয় মোথাবাড়ি থানার পুলিশ। লকডাউন ভাঙ্গায় ৪০ জনকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল থেকেই পুলিশের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। মোথাবাড়ির বিভিন্ন এলাকায় এলাকায় চলে নজরদারি । সার্বিকভাবে লকডাউন পালনে ড্রোনের সাহায্য নেওয়া হয় । বাঙ্গিটোলা, পঞ্চনন্দপুর, মোথাবাড়ি চৌরঙ্গী সহ একাধিক এলাকায় জমায়েত রয়েছে কিনা এবং লকডাউন অমান্য করছে কিনা, তার নজর করে পুলিশ । ড্রোনের সাহায্যে তদারকির ফলে পুলিশকে নজরদারি চালাতে অনেকটাই সুবিধা করে দিয়েছে এই ড্রোন।আকাশের ড্রোন উড়তে দেখেই লকডাউন অমান্যকারীরা ও বাইক চালকেরা আগে থেকে সতর্ক হয়ে এলাকা থেকে চম্পট দেয়। যেসব এলাকায় অবাঞ্ছিত মানুষদের চলাফেরা করতে দেখা গিয়েছে, সেখানে ড্রোনের সাহায্যেে নিয়ে পুলিশ ব্যাপক অভিযান চালায়। পুলিশ এদিন প্রায় ৪০ জনকে আটক করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য জেলার বিভিন্ন প্রান্তের মত কালিয়াচক ২ নম্বর ব্লকের করণা সংক্রমণের অবস্থা ক্রমশ উদ্বেগজনক। এই ব্লকের সবকটি গ্রাম পঞ্চায়েতে কমবেশি বহু মানুষ আক্রান্ত হয়েছেন। লোকে আক্রান্তের পরিমাণ শতাধিক ছুঁইছুঁই। পরিযায়ী শ্রমিক থেকে স্বাস্থ্যকর্মী সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের করোনাই আক্রান্ত হয়েছে। তবুও সাধারণ মানুষের মধ্যে কোন সচেতনতা মূলক করা যাচ্ছিল না। পুলিশের পক্ষ থেকে বার বার চেষ্টা করা হলেও সাধারণ মানুষ পুলিশের অনুপ্সথিতিতে লকডাউন মানছিল না। হাট বাজার সম্পূর্ণ খোলা। বেশিরভাগ জায়গাতেই সাধারণ মানুষের মুখে মাক্স দেখতে পাওয়া যায় না। এই পরিস্থিতিতে আজকের লকডাউন সফল করতে পুলিশের ভূমিকা ছিল উল্লেখযোগ্য ।
মোথাবাড়ি থানার পুলিশ জানায় শনিবার লকডাউন সফল করতে গোটা মোথাবাড়ি এলাকায় একটি ড্রোন উড়ানো হয়েছিল। আমরা ড্রোনের সাহায্যে নজরদারি করছিলাম। যে এলাকাতেই লোকজনের ভিড় দেখা যাচ্ছিল সেখানে পুলিশের টিম ছুটে যাচ্ছিল। বিভিন্ন এলাকা থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন সফল হয়েছে।”
ডিএসপি প্রশান্ত দেবনাথ বলেন” লকডাউন সফল করতে সর্বদা পুলিশ তৎপরতা রয়েছে ও সচেতনতার বার্তা দিচ্ছেন। এদিন কালিয়াচক থানায় ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৈষ্ণবনগর থানায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।