অবতক খবর , নদীয়া :       শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বসানো হলো স্যানিটাইজার সাওয়ার মেশিন। এ প্রসঙ্গে হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস জানান, “শান্তিপুরের একটি ছোট্ট সংগঠন “শুভ্র” তারই সদস্য সম্রাট প্রামাণিকের হাতে তৈরি স্যানিটাইজার সাওয়ার মেশিন। সম্রাট এই স্যানিটাইজ মেশিনের ডেমো দেখালে, মেশিনের সিস্টেম দেখে ভালো লাগে, আমি বিষয়টা জেলা স্বাস্থ্য দপ্তরে জানাই। তারা নির্দেশ দেয় এটি ব্যবহার করা যেতে পারে। দুটি মেশিন আমরা কিনি আর একটি মেশিন উপহার স্বরূপ হাসপাতালকে দেয় “শুভ্র”।”

তিনি আরো জানান, এই তিনটি মেশিনের মধ্যে একটি মেশিন হাসপাতালে আউটডোর গেটের সামনে থাকবে। ও ভেতরের গুরুত্বপূর্ণ দুটি বিভাগের সামনে থাকবে দুটি মেশিন।”

এই মেশিন সম্পর্কে সম্রাট প্রামাণিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত জুলাই মাসের ৭ তারিখে সুমন বিশ্বাসের তৈরি একটি স্যানিটাইজার স্ট্যান্ড হাসপাতালে দিতে গেলে সেখানেই সুপারের সাথে স্যানিটাইজার সাওয়ারের বিষয়ে আলোচনা হয়। সুমন বিশ্বাস এবং সৌরভ শুভদীপ সৃঞ্জয় সুব্রত শামসুলদের সাথে নিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় তিনটি মেশিন বানাই। সাওয়ারের নিচ দিয়ে রক্তমাংসের মানুষ যাতায়াত করলে সেনশর কাজ করবে, অটোমেটিক স্যানিটাইজ হবে শরীর। স্যানিটাইজার হিসাবে ব্যবহার করা হয় জলের সাথে সোডিয়াম হাইপোক্লোরাইট (NaOCI) ০.০২% থেকে ০.০৫%। WHO এর গাইড লাইন অনুযায়ী এই পরিমাণ মিশ্রিত দ্রবণ মানুষের ত্বকের পক্ষে নিরাপদ।”