অবতক খবর , শিলিগুড়ি :    আজ শিলিগুড়ির ইন্ডোর ষ্টেডিয়ামে সেফ হোম ঘুরে দেখলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আজ সকালে পর্যটনমন্ত্রী তার আধিকারিকদের সাথে আলোচনা করেন সেফ হোমে করোনা রোগীদের থাকবার বিষয় নিয়ে।

পর্যটনমন্ত্রী গোটা ষ্টেডিয়াম ঘুরে দেখে যেখানে রোগীরা থাকবেন সেই জায়গাটি পর্যবেক্ষণ করেন। তিনি তার আধিকারিকদের নির্দেশ দেন কি করতে হবে,এবং কিভাবে করা যেতে পারে।পরে পর্যটন মন্ত্রী জানান আমি নিজের দায়িত্বে গোটা সেফ হোমের বিষয়গুলি দেখবো। কারো যাতে কোন অসুবিধা না হয় সেটা দেখবার দায়িত্ব থাকবে আমার। এতে আশেপাশের লোকের কোন সমস্যা হবে না।

শিলিগুড়িতে আরো কিছু জায়গায় সেফ হোম করা হচ্ছে,সব জায়গাতেই একই সমস্যা হচ্ছে।আমাদের সবাইকে একটু একটু করে দায়িত্ব নিতে হবে।গোটা ষ্টেডিয়ামকে রোজ দু থেকে তিনবার করে সানেটাইজ করা হবে বলে জানান পর্যটনমন্ত্রী।