অবতক খবর , শিলিগুড়ি :      শিলিগুড়ির একটি সংস্থার সদস্যরা জানান, এই মাস্ক বাজারে বিক্রি চলবে না। কারণ মাস্ক দিয়ে মুখ ঢাকায় মুখ থেকে থুতু ছিটতে পারে মাস্কে ফলে দেশীয় পতাকার অপমান হবে। এছাড়াও মাস্ক ব্যবহারের পর তা সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয় এক্ষেত্রেও চরম অপমান হবে দেশীয় পতাকার।

এদিন শহরের বিভিন্ন মার্কেট ঘুরে এই তিরঙা মাস্ক দেখতে পায় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এরপরেই তারা পুলিশের দ্বারস্থ হন, এবং তারা প্রশাসনের অনুমতি নিয়েই বাজারগুলিতে অভিযানে নামেন এমনটাই সংস্থার তরফে জানানো হয়েছে। আরো জানানো হয়েছে এই মাষ্ক বিক্রি করলে লোকজন রাস্তায় ফেলে দিচ্ছেন মাষ্ক। আর মানুষ তাতে পা দিয়ে চলে যাচ্ছেন। এই কারনে আপত্তি জানিয়েছে ওই সংস্থা।