অবতক খবর , শিলিগুড়ি :      সারাদিন বিক্রি হয়নি একটাকাও, হতাশায় আক্রান্ত শিলিগুড়ির বিধান মার্কেটের দোকানদারেরা। কোভিড কেড়ে নিয়েছে প্রায় সম্পুর্ন ব্যাবসাই। সম্পুর্ন লকডাউন সবকিছুই কেড়ে নিয়েছে তাদের। কেউ কেউ ব্যাবসা বন্ধ করে দেবার কথাই ভাবছেন।

অনেক দোকানদার জানালেন এবারে আর কিছুই করবার নেই। ব্যাবসা নেই বলে ষ্টাফ রাখতে পারছি না আর ষ্টাফ না থাকার অসুবিধা অনেকই।আমাদের ব্যাবসাও এখন শেষের পথে চলছে। এখন দোকানে সকাল থেকে একজনও কাষ্টমার আসেন না। যাও আসে বিকেলের দিকে আসে।ইলেকট্রিক বিল এবং ষ্টাফের খরচই উঠানো যায় না। একই অবস্থা শেঠ শ্রীলাল মার্কেট এবং গৌড়িশঙ্কর মার্কেটের সেখানেও আনেক দোকানেই বৌনি হচ্ছে না। তাই শিলিগুড়ির ব্যাবসা পৌছে গেছে এক অনিশ্চয়তার বাজারে।