অবতক খবর সংবাদদাতা , নৈহাটি, 13ই আগস্ট :: নৈহাটিতে ফের চরম গোষ্ঠী বাজি শুরু হয়ে গেছে যুব সভাপতি কে হবেন এটা নিয়ে চলছে টানা হিচড়ে । বয়স জনিত কারণে যুব সভাপতি পদ থেকে বিদায় নিতে হয়েছে নৈহাটির যুব সভাপতি তবে তিনি তার জায়গায় তার প্রিয় অধিদপ্তর যুব সভাপতি করার প্রস্তাব দেন বলে সূত্রের খবর । অভির নাম প্রস্তাব আসা মাত্রই সারাটি জুড়ে হইচই পড়ে যায় যুব সমাজের মধ্যে । বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে অভিকে নিয়ে কটাক্ষ শুরু হয়ে যায়। যুবক যুবতীরা অভিকে কাঠের পুতুল বলতে শুরু করেন।
অভিযোগ উঠতে থাকে সনৎ দের বিরুদ্ধে। নৈহাটির যুবক-যুবতীরা বিভিন্ন পোস্ট লিখে প্রতিবাদ করেন তারা কেউ জানান যে ছ নম্বর থেকে যুব পথ ধরে রাখতে ও যুব সভাপতির নিজের হাতে রাখতে কলকাঠি নাড়া হচ্ছে কেউ লেখেন ক্ষমতা নিজের হাতে রাখতেই অভিকে ব্যবহার করছেন প্রাক্তনী।
এছাড়া অনেক পোষ্ট উঠে আসে যে অভি 2019 এর লোকসভা নির্বাচনের পর নিজেই বাড়ি থেকে আউট হয়ে গেছিলেন। যুবক-যুবতীরা মজা করে পোস্টে লেখেন যে- ‘ যে নিজে বাঁচতে পালিয়ে যায় সে আবার যুবক-যুবতীদের বাঁচাবে কি করে।’
সূত্রের খবর এইসব দেখে ক্ষুব্ধ ও বিরক্ত অভি নিজে যুব সভাপতি হতে অস্বীকার করে দেন। তাকে অনেকে বোঝানোর চেষ্টা হয়। অবশেষে তার জায়গায় সনদ বাবু সমীত ঘোষ এর নাম প্রস্তাব দেন জানা গেছে সমীত নাট্য ও থিয়েটারের সঙ্গে যুক্ত। তাছাড়া সমিত সনদ বাবুর ভীষণ প্রিয়।
সূত্র জানাচ্ছে যে সনদ বাবু, বিধায়ক পার্থও ভৌমিক নিজে একজন নাট্যকর্মী তাই একজন নাট্য কর্মীর নাম দিয়ে প্রভাবিত করার চেষ্ঠা করেন। বিধায়ক পার্থ বাবু সনদ কে খুশি রাখতে সমীর ঘোষ এর সঙ্গে বৈঠক করেন বলে খবর। যুবশক্তির বৈঠকে সমীতকে যুব সভাপতি করা নিয়ে আলাপ আলোচনা হয়।
অন্যদিকে যুব সভাপতি হওয়ার যোগ্য যুবক যার নেতৃত্বে হাজার হাজার যুবক যুবতী তৃণমূলের মঞ্চে একত্রিত হয়েছেন তাকে আটকাতে সবরকম চেষ্টা চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ নৈহাটি যুবসমাজের। যুব সভাপতি বেছে নেওয়া নিয়ে নৈহাটিতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক হই চই চলছে। টুইটার ফেসবুক ও whatsapp-এ ব্যাপক লেখালেখি হচ্ছে।
জানা গেছে এই প্রতিযোগিতায় বিষ্ণু অধিকারী নৈহাটি যুবক-যুবতীদের প্রথম পছন্দ। বিষ্ণুর হাত ধরে নৈহাটি বুকে তৃণমূল ভারি শক্তিশালী হয়েছে ।বিষ্ণুর উত্থান হজম করতে পারছেন না অনেকে। নৈহাটি যুবক-যুবতীদের অভিযোগ বিষ্ণুকে ক্ষমতার বাহিয়ে রাখতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছেন পার্থবাবুর প্রিয় ও প্রাক্তন যুব সভাপতি সনৎ দে। যদিও নৈহাটী তে বিষ্ণুর উত্থান পার্থবাবুর হাত ধরেই । তাছাড়া নৈহাটির একটা বৃহৎ যুব সমাজ যারা বিজেপিতে চলে গেছিল তারা বিষ্ণুর হাত ধরেই আবার তৃণমূলে ফিরে এসেছে।
অন্যদিকে সমিত ঘোষ এর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায় যে তিনি 2017-18 তে দলে যোগদান করেন। নৈহাটী নন্দপল্লীর বাসিন্দা সমিত সাদা সজল মৃদুভাষী। সমিত তার নাট্যজগত নিয়েই মেতে থাকেন । তাছাড়া সময় পেলেই সনদ বাবুর কাছে এসে আড্ডাবাজি বসান।
সনদ দে কে খুশি রাখতে বিধায়ক সামিত সঙ্গে বৈঠক করেন বলে সূত্র জানাচ্ছে। তাকেই অবশেষে যুব সভাপতি করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে আর এই খবর ছড়িয়ে পড়তেই খুব ক্ষিপ্ত নৈহাটী যুবসমাজ। নৈহাটি জুড়ে এ নিয়ে চর্চা তুঙ্গে বিধায়ক পার্থও ভৌমিক এর উপরে চাপ সৃষ্টি করতে কেউ কেউ মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখার ও দল পরিবর্তনের হুমকি দিয়ে রাখছেন বলে খবর।
তবে এখন এটাই দেখার যে সত্যি সত্যিই নৈহাটি যোগ্য যুবককে এই পদে বসানো হবে নাকি কাঠের পুতুল কে যুব সভাপতি পদে বসিয়ে পেছন থেকে যুবকদের নিয়ন্ত্রণ করার পক্ষে দাঁড়াবেন বিধায়ক পার্থ ভৌমিক ও তৃণমূলী নেতারা।