অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়ির সবজী বাজারে মৃত্যু করোনা আক্রান্তের এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে গেল গোটা ষ্টেডিয়ামের বাজার এলাকায়। গতকাল গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যখন করোনায় আক্রান্ত হয়ে ওই ফল বিক্রেতার মৃত্যু ঘটে। এই খবর ছড়িয়ে পড়বার সাথে সাথে বন্ধ হয়ে যায় বিধান মার্কেটের সবজী বাজারের বেশ কিছু দোকান।
আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ষ্টেডিয়ামের সবজী বাজারটি। কবে খুলবে তা জানা না গেলেও শোনা যাচ্ছে তিনদিন সানেটাইজ করে তারপরেই খোলা হবে বাজার। এদিকে বিধান মার্কেটের সবজী বাজার বন্ধ হয়ে যাবার জন্য সবজী বিক্রেতারা দুষছেন ফল বিক্রেতাদের। তাদের অভিযোগ বারবার বলা হলেও কোন গুরুত্বই দিচ্ছেন না ওই ফলের ব্যাবসায়ীরা। যার কারনে মানুষ সংক্রমিত হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি।
এদিকে আগামীকাল থেকে বাজার বন্ধ কি না ১২নং কোয়ার্ডিনেটার নান্টু পালকে জিঞ্জাসা করলে তিনি বলেন এই ব্যাপারে যা বলবার বিধান মার্কেট কমিটিই বলবে আমি এমনি কিছুই বলব না। শিলিগুড়ির বেশ কিছু বাজারের মধ্যে চলছিলো এই বিধান মার্কেটের সবজী বাজারই, কিন্তুু করোনায় মৃত্যুর পরে এই বাজার বন্ধের খবরে সমস্যায় পড়ে যাবেন বহু শিলিগুড়ি বাসী। যাদের বাজার বলতে নির্ভর করতে হয় এই শিলিগুড়ির বিধান মার্কেটের বাজারের উপরই।