অবতক খবর , শিলিগুড়ি :    শিলিগুড়ির কয়েকটি ওয়ার্ডে কনটেন্টমেন্ট জোন ঘোষনা করবার পরেও ওই ওয়ার্ডে নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করছেন সাধারন মানুষ। নানা জায়গা থেকে অভিযোগ আসছে মানুষ কনটেন্টমেন্ট জোনের নিয়ম মানছেন না। গতকাল ঘোষনার পর বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ির ১৭, ১৫,২ এবং ২৯ নং ওয়ার্ড।

গতকাল রাত্রেই ব্যারিকেড করে দেওয়া হয় সবকটি ওয়ার্ডই। কিন্তুু তা হলেও কিছু মানুষ অকাতরে বের হয়ে যাচ্ছেন এবং ঢুকে যাচ্ছেন।শিলিগুড়ির সবকটি ওয়ার্ডের মধ্যে সতেরো নং ওয়ার্ডকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড বলে ধরা হয় কারন ওই ওয়ার্ডে বসবাস এবং থাকবার এবং সামাজিক জীবন যাপন করবার জন্য যে যে জিনিসের দরকার সবই আছে। মন্দির থেকে ইষ্কুল, হাসপাতাল থেকে কলেজ এবং বইএর দোকান সবই আছে।

সব জায়গায় যেতে হয় মানুষকে। সে কারনেই হয়ত ওই সতেরো নং ওয়ার্ডে বেশী মানুষ চলাচল করে চলেছেন। তবে এই চলাচল করা নিয়ে বিক্ষোভে সাধারন মানুষ।তাদের মতে বাইরে থেকে মানুষ এসেই সংক্রমন সৃষ্টি করে যাচ্ছেন। সেকারনেই বাড়ছে দেশে করোনা সংক্রমন।