অবতক খবর , নদীয়া : মহিলা গোষ্ঠী থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ আগের বোর্ডের সভানেত্রী বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুরের প্রাইমারি কোঅপারেটিভ সিকিউরিটি লিমিটেড ব্যাংক শাখায়। উল্লেখ্য গয়েশপুর বহুমূখী সংঘ সমবায় মহিলা গোষ্ঠী থেকে গেল ৬/৭/২০২০/তারিখে ৯৫০৫০ টাকা রিসিভ এর মাধ্যমে শামীমা বিবি মন্ডল তুলে নেন। শামীমা বিবি এই বহুমুখী সংঘ মহিলা সমবায় গোষ্ঠীর আগের বোর্ডের সভানেত্রী ছিলেন।
অভিযোগ, তাহলে তিনি কিভাবে তার আধার লিংক এর মাধ্যমে নতুন এই গোষ্ঠী থেকে টাকা তুলে নেন। এ বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজার কে জানানো সত্ত্বেও ব্যাঙ্ক ম্যানেজার কোনরকম কর্ণপাত করেনি। তাদের আরও অভিযোগ, এই টাকা তোলা সম্ভব হয়েছে একমাত্র ব্যাংক ম্যানেজারের ভুলের কারণেই। শামিমা বিবির আধার কার্ডের লিঙ্ক এখনো পর্যন্ত বহুমুখী সংঘের গোষ্ঠীর একাউন্টের লিংকের সাথে সংযুক্ত রেখেছে। বারংবার লিখিত জমা দেয়া সত্বেও তিনি শামিমা বিবির আধার কার্ডের লিঙ্কটি বাতিল করেনি।
শামীমা বিবি এখন বর্তমানে বহুমুখী সংঘের বোর্ডে নেই, অর্থাৎ এখন যারা এই বোর্ডে আছে তারা শামীমা বিবির কাছে এই মোটা অংকের টাকা ফেরত চাইতে গেলে তিনি নানান রকম অজুহাত দেখান। এরপর পুরো বিষয়টি শান্তিপুর ব্লকের বিডিও অফিসে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। পাশাপাশি বুধবার বিকেল চারটে নাগাদ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করে বহুমুখী সমবায় গোষ্ঠীর নতুন কমিটির সদস্যরা।