অবতক খবর , শিলিগুড়ি :  আগামী কাল ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই করোনা আবহে কিছুটা নিয়ম মেনেই সেজে উঠেছে শিলিগুড়ি। কিছুটা ফিকে হলেও শিলিগুড়ির বিভিন্ন দোকানে দোকানে শোভিত হচ্ছে জাতীয় পতাকা। শিলিগুড়ির হায়দারপাড়া, বিধান মার্কেট এবং সুভাষপল্লী বাজারে পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা।

এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা শিলিগুড়ি জুড়ে কঠোর নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে শিলিগুড়ির বিভিন্ন জনবহুল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও কোনভাবে যাতে কোন অপ্রিতিকর ঘটনার সৃষ্টি না হয়। শিলিগুড়ির বাস টার্মিনার্সের নিরাপত্তা গতকাল থেকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে,বাস টার্মিনার্সে আসা যাওয়া যাত্রীদের নিরাপত্তাও খতিয়ে দেখছে প্রশাসন।

নিরাপত্তা বেষ্টনি থেকে বাদ যায়নি শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্ট ও। বাগডোগরা এয়ারপোর্টের সমস্ত যাত্রীদের নাম ঠিকানা সব খতিয়ে দেখছে প্রশাসন। এয়ারপোর্ট থেকে যে সমস্ত উড়ান যাচ্ছে কিংবা আসছে সেই সব উড়ানের যাত্রীদের পুরো ঠিকানা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপতা ব্যাবস্থা জোরদার করা হয়েছে এন জেপী তেও। প্রতিটি প্লাটফর্মে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে সব জায়গা থেকে যাত্রী আসছেন বা যাচ্ছেন তাদেরও সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।