অবতক খবর , শিলিগুড়ি : করোনা আবহে প্রতিষ্ঠা দিবস পালন করা যাচ্ছে না ঠিকমত। তাই আজ ১৪ই জুলাই মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ছোট হলেও এই অনুষ্ঠানে শিলিগুড়ির মোট তিরিশটি ক্লাব এর হাতে তুলে দেওয়া হল জার্সি এবং বুট। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তৃনমুলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার এবং টাউন ২ সভাপতি বেদব্রত দত্ত।
পরে রঞ্জন সরকার জানালেন করোনা আবহে শিলিগুড়িত এবারে ছোট করেই পালন করা হল মোহনবাগান উৎসব। এবারে হয়ত কিছু করা গেল না তবে আগামীদিনে সবাই মাঠে ফিরলে আবার বড় করে অনুষ্ঠান করা হবে।