অবতক খবর , শিলিগুড়ি :       শিলিগুড়িতে করোনা আক্রান্ত কমলেও কমে নি মৃত্যুর হার। তাই নিয়ে চিন্তায় শিলিগুড়ির মানুষ। গোটা শহরজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই কিন্তুু মৃত্যুর হার না কমায় চিন্তায় শিলিগুড়িবাসী।

গোটা শহরে গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। এই চারজন বিভিন্ন উপসর্গ নিয়ে শিলিগুড়ির দিশান এবং চ্যাং এর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শিলিগুড়ির চ্যাং কোভিড হাসপাতালে একজন এবং দিশানে দুজন এবং শিলিগুড়ি মেডিক্যাল কলেজে একজন ভর্তি হয়েছিলেন। এই চারজনের মৃত্যু গোটা শিলিগুড়িবাসীকে আতঙ্কিত করে দিয়েছে। তবে আনেকটাই কমেছে সংক্রমন। আর সেখানে আশার আলো দেখছেন ডাক্তারেরা।

ডাক্তারেরা জানাচ্ছেন শিলিগুড়িতে মানুষ বর্তমানে সতর্ক হয়েছেন বোঝাই যাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা দেখে। আশা করাই যায় ভবিষ্যতে আরো কমে যাবে করোনা আক্রান্তের সংখ্যা।