এ দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পেরিয়ে যায়। তবুও পেটের খিদে মানুষকে গিলে খায়। একটা দেশের মানুষ এখনো হাত পাতে ভিক্ষে করে। দিল্লির লাল কিল্লার মাথায় জাতীয় পতাকা পতপত ওড়ে….

ক্ষুধার কাব্য
তমাল সাহা

(এক)

খিদে তো আগুন, সর্বভুক
ইট কাঠ পাথর সব খায়।
চাঁদ তো চিত্রকল্পে বিশাল রুটি!
সুকান্ত লিখে গেছে নির্মমতায়।

(দুই)

তুমি বলো কাস্তের মতো চাঁদ
সে বলে ঝলসানো রুটি।
কেউ বলে বাঘমুণ্ডি চাঁদ
আমি দেখি নরমুণ্ড, কঙ্কাল করোটি!

(তিন)

কনকনে ঠাণ্ডা
অন্ধকার চিরে পেটকাটা চাঁদটি
জ্বলছে ঝুপড়ির মাথায়।

কাঠকুটোর আগুন লাফিয়ে উঠছে।
কালসিটে হাঁড়ি থেকে
উড়ন্ত জলের বাষ্পে ভরেছে ফুটপাত।

মায়ের পাশে শিশুটি
চিবুকে রেখে হাত
দেখছে ফুটছে ভাত
জলের সঙ্গে খেলছে ঘনিষ্ঠ উত্তাপ।