অবতক খবর , জলপাইগুড়ি : স্থানীয় মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে নিজের বিধানসভা এলাকার গ্রাম বা পাড়ার রাস্তা গুলোকে কংক্রিটের করার উদ্যোগ নিয়েছেন মাথাভাঙার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ।
বুধবার তিনি মাথাভাঙ্গা ২ নং ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার খট্টিমারি গ্রামের একটি রাস্তার কাজের শুভ সূচনা করেন। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি রায় তরফদার, প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বর্মন সহ অন্যান্যরা।
মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অর্থানুকুল্যে হাই স্কুল থেকে মিস্ত্রিপাড়া পর্যন্ত প্রায় ৬০০ মিটার কংক্রিটের রাস্তা নির্মাণ কাজের সূচনা হলো আজ। এতে খরচ হবে প্রায় ২০ লক্ষ টাকা। এই রাস্তাটি তৈরি হলে এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা হবে। এই রাস্তা ছাড়াও মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের আরও বেশ কিছু রাস্তা করা হয়েছে। আরও অনেক রাস্তার কাজ করা হবে।