অবতক খবর , জলপাইগুড়ি :       সাতসকালে চিতাবাঘ উদ্ধার হল মেটেলী ব্লকের বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের গৌরীগাঁও বস্তি থেকে। উল্লেখ্য যে, এই এলাকায় বেশ কিছুদিন থেকে চিতাবাঘটি উপদ্রব চালাচ্ছিল। একাধিক বাসিন্দাদের বাড়ি থেকে হাঁস, মুরগি, ছাগল সহ একাধিক গৃহপালিত পশু সাবার করছিল চিতাবাঘটি। তাই স্থানীয়দের উদ্যোগে খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াড বনকর্মীদের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা। তারা ৩ দিন পূর্বে এই স্থানে চিতাবাঘটিকে ধরার জন্য খাঁচা বসায়। বুধবার সকালে চিতাবাঘটি খাঁচায় আটকে পড়ে গর্জন শুরু করে। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে চিতা বাঘটিকে দেখার জন্য ভিড় উপচে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। তারা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

জানা যায়, স্ত্রী চিতাবাঘটির সামান্য আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
তবে, স্থানীয়দের দাবি, এই এলাকায় একাধিক চিতাবাঘ রয়েছে। যদিও এই চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নিতে পারছেন এলাকাবাসীরা।