অবতক খবর , মেখলিগঞ্জ : বুধবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কুচলিবাড়ি থানার এএসআই পিন্টু দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী কুচলিবাড়ি থানার ৭০ মেখলিগঞ্জের নালারটারিতে অভিযান চালিয়ে বিধান রায় ও এক টোটো চালক বিষ্ণু রায় নামে দু’জনকে আটক করে। ধৃতদের কাছ থেকে ৪০ নম্বর সিঙ্গেল ফেজ মোটর এবং ৪০ নম্বর প্লাস্টিকের তৈরি ফ্যান আটক করা হয়। তারা উপকরণগুলির কোনও আইনী কাগজপত্র দেখাতে পারেনি। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।
সূত্র মারফত জানা গেছে, এইসব ছোটো ও সস্তা ফ্যান চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। সীমান্তবর্তী ভারতের বাজার ছেয়ে যাচ্ছে এই সব ফ্যানে। একেকটি ফ্যানের বাজারমূল্য ৩০০-৫০০ টাকা (রুপি)। যা অন্যান্য ফ্যানের থেকে অত্যান্ত সস্তা।
বিশেষজ্ঞদের মতে এইসব ফ্যান চীনে তৈরি। সেখান থেকে তা পৌছয় বাংলাদেশে ও বাংলাদেশ থেকে যা ভারতে পৌছয়। সীমান্তের বিভিন্ন দোকানে এইসব ফ্যান বিক্রি হতেও দেখা যায়। এইসব ফ্যানের জন্য মার খাচ্ছে ভারতীয় ফ্যানের বাজার, অভিযোগ ব্যাবসায়ীদের।