অবতক খবর , সংবাদদাতা, আসানসোল :: আসানসোলে চোলাই মদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে আবগারি দফতরের উদ্যোগে পথে নামলো ট্যাবলো গাড়ি। এদিন পশ্চিম বর্ধমান জেলার আবগারি দফতরের উদ্যোগে এই ট্রাবলো গাড়ি বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। আসানসোল শহর জুড়ে এই ট্রাবলো গাড়ি ঘুরে চোলাই মদের বিরুদ্ধে মানুষকে সচেতন করছে।
এই ট্রাবলো গাড়ির মাধ্যমে সকলকেই অবগত করা হচ্ছে যে চোলাই মদ পান করবেন না। এই মদ খেলে আপনার মৃত্যু হতে পারে। তাই চোলাই মদ না খাওয়ার জন্য সকলকেই সচেতন করা হয়। এর পাশাপাশি যদি কেউ চোলাই মদ বিক্রি করে তাহলে পুলিশ প্রশাসনকে খবর দিন। পুলিশ প্রশাসনের তরফে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও মাইকিং করে মানুষকে সচেতন করা হয়েছে।