অবতক খবর , হক জাফর ইমাম, মালদহ :       গোটা ভারতবর্ষে ১০ লক্ষ যুবক-যুবতী ইচ্ছা প্রকাশ করেছেন রাজনৈতিক প্লাটফর্মে তৃণমূলের হয়ে কাজ করার। তারই প্রক্রিয়া শুরু হয়েছে গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলা জুড়ে। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রবিবার মালদা কলেজ অডিটোরিয়ামে এক যোগদান সমাবেশে অংশ নিয়ে এই কথা বললেন রাজ্যসভার সাংসদ কথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর।

উল্লেখ্য এদিন মালদা কলেজ অডিটরিয়ামে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই বিশাল যোগদান সমাবেশের আয়োজন করা হয়েছিল। যেখানে মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে বিজেপি ছেড়ে প্রায় পাঁচ শতাধিক কর্মী তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করে। দলত্যাগীদের দলীয় পতাকা তুলে দেন সভানেত্রী মৌসম বেনজির নূর এবং যুব সভাপতি প্রসেনজিৎ দাস। তার পূর্বে এদিন মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে দলে দলে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা মিছিল করতে করতে মালদা কলেজ অডিটোরিয়ামে এসে উপস্থিত হন।

এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান সম্প্রতি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে বিজেপি ছেড়ে কয়েকজন তৃণমূল যুব কংগ্রেসের যোগদান করে সেখানে তিনি কথা দিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যেই কাতারে কাতারে মানুষ তৃণমূল যুব কংগ্রেসে যোগদান করবে তারই ফল স্বরূপ আজকের এই যোগদান।