অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়া :     লকডাউনকে উপেক্ষা করেই প্রিয়া লাহা খুনের ঘটনায় পরিবারের লোকজন বাঁকুড়া বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও দোষীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না পুলিশ । এই অভিযোগ তুলে এবার বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রীয়া লাহার আত্মীয় পরিজন ও এলাকা বাসীরা ।

 

স্থানীয় সুত্র জানতে পারা যায় , বিষ্ণুপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তুঁত বাড়ি এলাকর প্রিয়া লাহা নামে এক যুবতীর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার মগলা পুর গ্রামের প্রলয় কুন্ডুর সঙ্গে ২ মাস আগে বিয়ে হয়েছিল । গত কয়েকদিন আগে প্রলয় কুন্ডু সস্ত্রীক শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন । গত আগস্ট মাসের ২৪ তারিখ সোমবার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রিয়া লাহা কে খুন করার অভিযোগ ওঠে স্বামী প্রলয় কুন্ডুর বিরুদ্ধে । মারধর করে তাকে খুন করা হয়েছে এবং পরে গলায় দড়ি দিয়ে ঝোলানোর চেষ্টা করলে বাড়িতে লোকজন চলে আসায় তা ব্যর্থ হয় । প্রিয়া লাহার পরিবারের দাবি বিষ্ণুপুর থানায় প্রলয় কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না । আর সে কারনেই আজ প্রিয়া লাহা আত্মীয় পরিজন ও এলাকার বাসি বিষ্ণুপুর থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ।

প্রিয়া লাহার বাবা বুদ্ধদেব লাহা দোষীদের কঠোর শাস্তি চান । তিনি বলেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।

১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় ঘোষ বলেন খুন নাকি আত্মহত্যা পোস্টমর্টেম রিপোর্ট না এলে তা পরিষ্কার নয় তবে আইন আইনের পথে চলবে আমার আয়শী সাহেবের সঙ্গে কথা হয়েছে দোষীরা অবশ্যই শাস্তি পাবে।

মৃতার বান্ধবী প্রিয়াঙ্কা ঘোষ এটাকে মার্ডার বলে দাবি করেন তিনি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ।