অবতক খবর , শিলিগুড়ি : প্রায় ১৫ ঘন্টা পর খুললো ১০ নম্বর জাতীয় সড়ক । বুধবার রাত থেকে এদিন পর্যন্ত প্রায় ১৫ ঘন্টা ধরে আচমকা ধ্বস পরার কারনে বন্ধ ছিল সিকিমগামী একমাত্র সড়ক। বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের সহযোগিতায় ধ্বস সরিয়ে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করা সক্ষম হয়।
সিকিমের রাস্তা মেরামতের পাশাপাশি উদ্ধার করা হলো ধসের কবলে পড়ে যাওয়া একটি লরিকেও। বুধবার রাতে পাহাড়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির ফলে গতকাল গভীর রাতে কালিম্পং জেলার রম্ভি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ২৯ মাইলে জাতীয় সড়ক ১০ এ বড়সড় ধস পরে । যার ফলে গতকাল মধ্যরাত থেকে এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ রয়েছে।