অবতক খবর , নদীয়া : করোনা আবহে সংক্রমণ এড়াতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ভার্চুয়ালি পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী। আর সেই নির্দেশ কে সামনে রেখেই শুক্রবার রানাঘাট কলেজে প্রতিষ্ঠা দিবস পালন করলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
শুক্রবার সকালে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠা দিবস। এদিন দলনেত্রীর বক্তব্য শুনতে কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডে জায়েন্ট স্ক্রিন এর ব্যবস্থা করা হয়।
অন্যদিকে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে, শান্তিপুর কলেজের সামনে দুটি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল সভা দেখার ব্যবস্থা করে ছাত্র পরিষদের সদস্যরা। আজ দুপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর কলেজে পতাকা উত্তোলন করেন ছাত্রদের সাথে। ছাত্র পরিষদের আয়োজনে একটি রক্তদানের শুভ উদ্বোধনও করেন তিনি।কলেজের সামনে থেকে পথচলতি সাধারণ মানুষের উদ্দেশ্যে মাস্ক বিতরণ করেন ছাত্র-ছাত্রীরা।
১৬ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক, যুবনেতা জয়ন্ত ঘোষ, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সালাম কারিগরের উপস্থিতিতে আজ বিশেষ দিন উপলক্ষে বিজেপি ছাত্র সংগঠন এবিভিপির ৪ জন গুরুত্বপূর্ণ ছাত্রনেতা সহ কুড়িজন সমর্থক যোগদান করে তৃণমূল ছাত্র পরিষদে।