অবতক খবর , শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : কলেজ কর্তৃপক্ষের সাথে রসিকতায় ক্ষমা চেয়ে ইমেল পাঠালো সিনচ্যান। কিছুদিন আগে শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষকে নাড়িয়ে দিয়েছিল একটি ঘটনা, কলেজে নাকি ভর্তির আবেদন চেয়ে ফর্মফিলাপ করেছিল সিনচ্যান। অভিভাবকের জায়গায় নাম ছিল ডোরেমনের। এই দুটি নামই টিভি কার্টুন চরিত্রের। ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ দায়ের করেন সাইবার ক্রাইমে।
এর পর নড়েচড়ে বসে সিনচ্যাং কতৃপক্ষ, তারা প্রথমে ক্ষমা চেয়ে একটি মেল করে। এর পর আরেকটি মেল করে তারা জানায় নিছকই মজা করবার জন্য তারা এই কাজ করেছিলো। কাউকে অসন্তুষ্ট করবার উদ্যোশ্য তাদের নেই। শিলিগুড়ি কলেজের যদি এতে সুনাম নষ্ট হয়ে থাকে সেজন্য তারা ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের তরফ থেকে আর না হবার নিশ্চিয়তাও দেওয়া হয়েছে।
এই বিষয়ে শিলিগুড়ি কলেজ কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা কিছু বলতে চান নি এই বিষয়ে।