অবতক খবর ,সংবাদদাতা,আসানসোল :: স্কুলের ফি এর টাকা দিতে পারেনি বলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। স্কুলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে আসানসোলের কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ এলাকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলে বিখোভ দেখালো অভিভাবকরা।
এদিন অভিভাবকরা জানান করোনা পরিস্থিতিতে স্কুলের ফি দেওয়া হয়নি।হঠাৎ করেই স্কুল কতৃপক্ষ নোটিশ দিয়ে স্কুলের ফি দেওয়ার জন্য বলেন। কিন্তু এই মুহূর্তে স্কুল ফি দিতে পারিনি বলে পড়ুয়াদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। সেটা মানবিক নয়। স্কুল কর্তৃপক্ষের এই পদক্ষেপ কে অমানবিক জানিয়ে এদিন অভিভাবকরা বিখোভ দেখায়।
যদিও এই প্রসঙ্গে স্কুল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে প্রত্যেক অভিভাবকদের অনেক আগেই নোটিশ দিয়ে ফি জমা করতে বলা হয়েছিল। 31 আগস্ট পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল।যদি অভিভাবকের সমস্যা থাকলে স্কুল কতৃপক্ষের সাথে দেখা করতে বলা হয়েছিলো।কিন্তু 31 আগস্টের মধ্যে কেউ ফি জমা দেয়নি।তাঁরজন্য শুধুমাত্র অললাইন ক্লাস থেকে পড়ুয়াদের বাদ দেওয়া হয়েছে। কোনো পরীক্ষা থেকে নয়।