অবতক খবর সংবাদদাতা আসানসোল :: শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরষ্কার শিক্ষা রত্ন যা রাষ্ট্রপতি পুরস্কার নামেও পরিচিত। এ বছরও, রাষ্ট্রপতি পুরস্কারের জন্য বাংলার ২ জন শিক্ষকের মধ্যে একজন দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ কলিমুল হক।এটি ১০ দিন আগে ঘোষণা করা হয়েছিল।এই বছর সময়ের এই সঙ্কটাচিত পরিস্থিতিতে রাষ্ট্রপতি ভবনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে না।
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে বঙ্গীয় শিক্ষা রত্ন পুরষ্কার প্রাপ্ত কাজী নিজামউদ্দিন এবং রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত ডঃ কলিমুল হক মহাশয়কে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে গিয়ে তাদের সম্মানিত করেন । অনুষ্ঠানে রাজীব মুখার্জি, মুকেশ ঝা, মোহাম্মদ ইমরান, শ্রীকান্ত দাস, রাজেশ প্যাসি, জিতেন্দ্র পান্ডে , শুভশিষ মন্ডল ও সুকুমার রুইদাস উপস্থিত ছিলেন।