অবতক খবর,নরেশ ভকত, বাঁকুড়াঃ এবার ঘূর্ণি ঝড়ের দাপট দেখল বাঁকুড়া জেলা বাঁশি । ঘূর্ণি ঝড়ের দাপট এতটাই তীব্র ছিল যে ধান জমিতে থাকা জল 30 ফুট উচ্চতায় উঠে গেল । সোমবার বিকেল নাগাদ এমনই ছবি ধরা পড়ল স্থানীয় বাসিন্দাদের ক্যামেরায় ।
এ ছবি বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার জামকুড়ি পঞ্চায়েতের অন্তর্গত তালসাগ্রা গ্রামে । তবে আশেপাশের এলাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে । রীতিমতো কয়েকশো ফুট দূরে সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । স্থানীয় বাসিন্দারা প্রথমবার এমন ঘটনার সাক্ষী থাকলেন বলে জানাচ্ছেন তারা ।