অবতক খবর ,সংবাদদাতা ,অভিষেক দাস,মালদা:-   পুলিশ দিবস উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিল , মালদহে চাঁচল থানার পুলিশ। আদিবাসী অধ্যুষিত এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হলো এ দিন। মালদা জেলা পুলিশ প্রশাসন ও চাঁচল থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ। এদিন চাঁচল থানার নিজের দপ্তরে ৩ জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক তুলে দেন। মূলত চাঁচল থানা আদিবাসী অধ্যুষিত এলাকা ডুমরো ও কাপিয়া এলাকার দুস্থ মেধা ছাত্র-ছাত্রীদের মধ্যে ওই পাঠ্যপুস্তক বিতরণ করেন।

এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, বেশ কিছুদিন আগে ওই আদিবাসী অধ্যুষিত এলাকায় আমি একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। ওই অনুষ্ঠানে গিয়ে আমি জানতে পারি এই এলাকার দুজন উচ্চমাধ্যমিক , একজন মাধ্যমিক পরীক্ষার্থীরা এবছর খুব ভাল ফলাফল করেছে। এবং তারা আগামী দিনে পড়াশোনা করতে চাই এবং তাদের সমস্ত কথা জানার পর আমি উদ্যোগ নিয়ে এই তিনজন ছাত্র-ছাত্রীদের হাতে, পুলিশ দিবস উপলক্ষে ঐ সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হল।