অবতক খবর , শিলিগুড়ি : করোনার সময় পিছিয়ে গেছে অনেক বড় বড় কাজ। সরকারী বেসরকারি সব কাজই। প্রতি বছর এই সময়ে ভোটার কার্ডে নাম তোলা হয়। এই বছরও একইভাবে কাজ কাজ করবার কথা ছিলো। কিন্তুু করোনা সব ওলটপালট করে দিলো। তবুও নিজের দায়িত্বে ওয়ার্ডের লোকেদের কথা মাথায় রেখে ওয়ার্ডবাসীকে আগাম জানিয়ে রাখলেন শিলিগুড়ির ১৪নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত।
তিনি জানালেন এই বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ নিজের কাজই ভুলে যেতে বসেছে। বহু মানুষ আছেন যাদের ভোটার কার্ড সংশোধন এবং নাম উঠাবার দরকার। তাই আমি আগাম জানিয়ে রাখলাম আমার ওয়ার্ডের ভোটার দের। অনেকেই এই পরিস্থিতি দেখে বাড়ি থেকে বের হচ্ছেন না। তাদের বাড়ির কারো প্রয়োজন হতে পারে ভোটার কার্ডে নাম তোলবার অথবা সংশোধনের। তাই তাদের অসুবিধা যাতে না হয় তাই এই সিদ্ধান্ত নিলাম। জানালেন শিলিগুড়ির ওয়ার্ড নং ১৪এর কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত। ওয়ার্ডের লোকেরাও খুশি। তারা জানালেন নতুন এসেও যেভাবে এই পরিস্থিতিতে কাজ করে চলেছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটার তা সত্যি তারিফযোগ্য।