অবতক খবর, সংবাদদাতা , হুগলী :- করোনা আবহে পুজো নিয়ে সংশয় দেখা দিয়েছে বিশেষত বারোয়ারী পুজো গুলো।অনেকেই ভাবছেন পুজো হলেও নম নম করে হবে।আর ৪২ দিন আগে শেওড়াফুলি রাজপরিবারের পুজো শুরু হয়ে গেলো। শুক্রবার কৃষ্ণনবম্যাদিকল্পারম্ভ তিথি। বংশপরম্পরায় রাজ পরিবারে এই দিনে পুজোর বোধন হয়। এবারেও তার অন্যথা হয়নি। শাস্ত্র অনুযায়ী আশ্বিন মাসে শুভ অনুষ্ঠান হবে না তাই পুজো পিছিয়েছে অনেকটা।শেওড়াফুলি রাজবাড়ীতে বোধনের ঘট বসানোর মাধ্যমে পুজোর সূচনা হয়ে গেলো। এদিন থেকে প্রত্যেকদিন সকালবেলায় চন্ডী পাঠ করা হবে এবং সন্ধারতি হবে ,চলবে নিত্য পুজো।
২৮৭ বছর ধরে নিত্য পুজো চলে আসছে রাজবাড়িতে। অষ্টধাতু দিয়ে তৈরি সর্বমঙ্গলা দেবী খুবই জাগ্রত।শোনা যায় রাজা মনোহর রায় পাটুলি থেকে এসে শেওড়াফুলি রাজবাড়ি প্রতিষ্ঠা করেন।আটিসারা গ্রামে পুকুর খনন করে অষ্টধাতুর মূর্তি উদ্ধার করে শেওড়াফুলি রাজবাড়ির নাট মন্দিরে প্রতিষ্ঠা করেন।সেই থেকে হয়ে আসছে পুজো।