অবতক খবর , নদীয়া : করোনা আবহে রেলের বেসরকারি করণ ও রেলকে হকার মুক্ত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামলো বাম, কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় নদিয়ার রানাঘাট রেল স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা।
প্রসঙ্গত কিছুদিন আগেই করোনা সতর্কতায় হকার মুক্ত করে ট্রেন চালানোর কথা জানিয়েছিল রেল দপ্তর। রেলের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই এদিনের এই জোটবদ্ধ আন্দোলন তিন রাজনৈতিক দলের। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান বর্তমান পরিস্থিতিতে তাদের সহযোগিতা করা তো দূরে থাক ! বরং তাদের কর্মহীন করার চক্রান্ত করছে রেল কর্তৃপক্ষ। কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে এই দপ্তরে , তাই তাদের কর্মের বিষয়টি সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে রেল হকারদের বিকল্প আয়ের উৎস না দেখেই, তাদের কর্মচ্যুত করার কোনো মানে হয় না।